ABOUT EDUCO
We work with children and their communities to promote just and equitable societies which guarantee their rights and wellbeing. We envision a world where all children fully enjoy their rights and lead a life of dignity.

Our mission, vision, values and principles:
These define us as an organization and guide all of our actions :
The model of mission, vision, values and principles is conceived as the four interdependent pillars on which all of Educo’s actions are based. In this sense, each one has a well defined function:
AFFILIATIONS AND ALLIANCES
We work with all child rights stakeholders from national to local levels. While it has rigorous interventions in unions and upazilas, Educo expands its reach by working through national and regional networks.
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সম্প্রতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক অসাধু চক্র এডুকেশন এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন – এডুকো’র ঠিকানা এবং লোগো ব্যবহার করে প্রতারণামূলক বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পদে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। প্রকাশিত এই সকল ভুয়া বিজ্ঞাপনের কারণে এডুকো বাংলাদেশ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘এডুকো’ ১৯৯৯ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা সকলের জ্ঞাতার্থে দৃঢ়ভাবে জানাচ্ছি যে, এডুকো তার নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের নীতিগুলো অনুসরণ করে।
১. এডুকো কেবল তার অফিসিয়াল ওয়েবসাইটে (www.educo.org.bd) এবং খ্যাতনামা চাকরির বিজ্ঞাপন প্রকাশকারি সাইটে তাদের চাকরির বিজ্ঞাপন প্রদান করে।
২. এডুকো নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে (আবেদন, সাক্ষাৎকার, নিয়োগ বা অন্য কোনো পর্যায়ে) কোনো ধরণের টাকা/ফি গ্রহণ করেনা।
৩. এডুকো তার যৌথ উদ্যোগের কোন প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে (আবেদন, সাক্ষাৎকার, নিয়োগ বা অন্য কোনো পর্যায়ে) কোনো ধরণের টাকা/ফি গ্রহণ করেনা।
৪. এডুকো ট্রেনিং/অরিয়েন্টেশন/সেমিনার/ওয়ার্কশপ ইত্যাদির জন্য তার কর্মী বা আবেদনকারীর নিকট কোন ধরণের অর্থ দাবী করেনা।
৫. কর্মী নিয়োগের ক্ষেত্রে এডুকো লিখিত ও মৌখিক পরীক্ষা পদ্ধতি অনুসরণ করে। সাধারণত, এডুকো নিয়োগের ক্ষেত্রে স্ব-শরীরে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে থাকে। ক্ষেত্র বিশেষে শুধুমাত্র মৌখিক পরীক্ষা অনলাইনে হতে পারে।
৬. এডুকো’র সকল নিয়োগ প্রক্রিয়া কান্ট্রি অফিস (ঠিকানাঃ বাড়ি ৩০ সিডবলুএন (এ), রোড ৪২/৪৩, গুলশান ২, ঢাকা ১২১২, বাংলাদেশ) থেকে নিয়ন্ত্রিত/ নির্দেশিত।
ইতোমধ্যে, এসকল প্রতারণামূলক বিজ্ঞাপনের বিষয়ে যথাযথ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লিখিতভাবে অবহিত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতএব, এডুকোর নামে চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা দাবী করলে, কোন অবস্থাতেই তা প্রদান করবেননা। কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই বিষয়ে প্রতারণার শিকার হলে এডুকো কর্তৃপক্ষ কোনোভাবেই দায়বদ্ধ থাকবেনা।
CONTACT US:
Tell us any questions you have and we will clear everything! Think no more! Contact us!
Organization’s Contact Person: Mohammed Ziaul Hassan Chowdhury
Designation: Finance and Administrative Officer
Contact No: 01819490965
Email ID: ziaul.hasan@educo.org